এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল আলম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল বিবরণীতে দেখা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬টি জেলার ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবছর ৯৯ হাজার ৫৭৬ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুমিল্লা জেলার ৩টি, ১টি ফেনী এবং ১টি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো হলো কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ, কুমিল্লার আদর্শ সদর উপজেলার ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭জন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ।
আপনার মতামত লিখুন :