Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু না হলে আন্দোলনের হুঁশিয়ারি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ১৮, ২০২৫, ০৩:১০ পিএম পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু না হলে আন্দোলনের হুঁশিয়ারি

পাবনাবাসীর প্রত্যাশিত ঢাকা-পাবনা ট্রেন সার্ভিস আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা। শ‎নিবার (১৮ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবে শেকড় পাবনা ফাউন্ডেশন আয়োজিত ১৬ দফা দাবির মধ্যে ৪ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে যদি টালবাহানা করা হয় বা পিছিয়ে দেওয়া হয়। এর পরিণতি খুব একটা ভালো হবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে। অন্তত একটা ট্রেন দিয়ে পাবনাবাসীর স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করুন। ইতোমধ্যে ট্রেন সার্ভিস চালুর দাবি নিয়ে পাবনার সর্বস্তরের জনগণ সোচ্চার হয়েছে। জেলাবাসীকে সঙ্গে নিয়ে আমরা অনেকগুলো স্মার্ট কর্মসূচি পালন করেছি। এর মধ্যে, কয়েকদফা প্রেস কনফারেন্স, মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ইত্যাদি পালন করেছি। প্রয়োজনে ঢাকার রেল ভবনের সামনে আগামীতে কঠোর আন্দোলন করব।
‎ট্রেন সার্ভিস চালুর বিষয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে খয়েরচরে ফেরিঘাট স্থানান্তরে জন্য প্রকল্প এলাকা পরিদর্শনে জেলার সব রাজনৈতিক নেতারা একসঙ্গে হয়েছিলেন। প্রকল্প পরিদর্শনের নামে গভীর রাতে প্রকল্প পরিদর্শন করা অন্য ঘটনা থাকতে পারে। সেখানে রেল সচিবের বক্তব্যে অস্পষ্টতা তৈরি করেছেন। সুস্পষ্ট ঘোষণা দিতে পারেনি। প্রভাবশালী রাজনৈতিক মহল ওপরে ওপরে চালুর কথা বললেও ভেতরে ভেতরে নিরুৎসাহিত করছে। কিছু প্রভাবশালীরা বলছেন, নির্বাচনের পর যেন ট্রেন উদ্বোধন করা হয়। এটাতো জনগণের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে।
সংগঠনটির সভাপতি আরও বলেন, সেদিন খয়েরচরে আলোচনা সভায় রাজনৈতিক নেতারা পাবনা টার্মিনাল থেকে ফোর লেন সড়ক বাস্তবায়নের কথাও বলেননি। ঈশ্বরদীতে বিমানবন্দর চালুর বিষয়েও কেউ বলেনি। পরিবহন সেক্টরের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে। না হলে কঠোর আন্দোলন হবে।
এ সময় পাবনা প্রেসিক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, পাবনা থেকে ঢাকায় ট্রেন সার্ভিস চালু নিয়ে বহু নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আমাদের পাবনার উন্নয়নের দাবিগুলো বাস্তবায়ন করতে যেন কালক্ষেপণ করা না হয়। আমরা এখন চাঁদ দেখতে শিখেছি। আপনারা আর চাঁদ দেখা শিখায়েন না। আমরা পাবনাবাসী সোচ্চার হয়েছি।
‎এসময় আরও উপস্থিত ছিলেন, শেকড় পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মাসুদ খান, নির্বাহী সদস্য কামরুজ্জামান সোহেল, ইরফান কাদের চৌধুরী, তাজুল ইসলাম, ড. ওমর ফারুক প্রমুখ।

Side banner