ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক, চুরি ও জুয়া সংক্রান্ত একাধিক মামলার আসামিদের আটক করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) তাদের আটক করা হয়। এসব আসামির মধ্যে কেউ কেউ একাধিক মামলায় অভিযুক্ত বলে জানা গেছে।
থানার তথ্য অনুযায়ী, মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত হয়েছেন উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রামের (বড়বাড়ী) মরহুম সিদ্দিক মিয়া ও মরহুমা সখিনা খাতুনের ছেলে শেখ সাব (৫০), বাঞ্ছারামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মরহুম আবুল হাশেম ও সুরাইয়া বেগমের ছেলে মো. সেলিম ওরফে গঙ্গা সেলিম (৫৫), পৌরসভার নতুনহাটির মরহুম আব্দুর রহিম ও আনোয়ারা বেগমের ছেলে মো. রবিন (৪২)।
উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চরছয়ানী গ্রামের মরহুম বারেক সরকার ও আমেনা খাতুনের ছেলে মনির হোসেন (৫২), মরহুম মঙ্গল মিয়া ও আফিয়া খাতুনের ছেলে মোজাম্মেল হক (৪৫), মরহুম শুক্কুর আলী ও রিজিয়া খাতুনের ছেলে রফিক মিয়া ওরফে রইছ মিয়া (৪৫), মঙ্গল মেম্বার ও দিলবরেন নেছার ছেলে নুরুল আমিন ওরফে নুরুল আবেদীন (৫২), ইউনুস মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে জহিরুল ওরফে নারশ (৪৮), ছোবহান মিয়া ও নুরজাহান খাতুনের ছেলে হারুন মিয়া (৪৮)। এরা সবাই জুয়ারী হিসেবে চিহ্নিত।
এদিকে গ্রেফতারকৃত আকানগর গ্রামের মাদক ব্যবসায়ী শেখ সাবের বিরুদ্ধে ইতোপূর্বে ৬টি মামলা এবং বাঞ্ছারামপুর গ্রামের গঙ্গা সেলিমের নামে ৩টি মামলা রয়েছে। তাছাড়া নতুনহাটির রবিন মিয়ার নামেও ৪টি মামলা আছে। তিনি রাজধানী ঢাকার ডেমরায় বসবাস করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, অপরাধ দমনে থানা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এলাকার মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে আমরা সর্বদা তৎপর আছি। আইনশৃঙ্খলা বজায় রাখতে কেউ ছাড় পাবে না।
আপনার মতামত লিখুন :