Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

এইচএসসিতে পাস অলিম্পিয়ান সাগর, ফেল মারুফা


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০২৫, ১২:৫৬ পিএম এইচএসসিতে পাস অলিম্পিয়ান সাগর, ফেল মারুফা

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। অনেক তরুণ ক্রীড়াবিদ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এবার এইচএসসিতে অংশ নেন ১৫৯ জন। এর মধ্যে ১৪৭ জন পাস করেছেন। আঞ্চলিক বিকেএসপিতে মাধ্যমিক পর্যায় থাকলেও উচ্চ মাধ্যমিক শুধু সাভার বিকেএসপিতেই। ২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫। 
তারকা ক্রীড়াবিদদের মধ্যে এবার অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ও জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন বিকেএসপি থেকে। সাগর ৩.০৮ এবং আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করলেও মারুফা অনুত্তীর্ণ হয়েছেন। 
বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।
বিকেএসপি থেকে এবার ৬ জন জিপিএ ফাইভ পেয়েছেন। ছয় জনের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ ফাইভ পেয়েছেন।
জিপিএ ফাইভ পাওয়া অন্য পাঁচজন হলেন টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিক্সের মাসুম মোস্তফা। 
বিকেএসপি ছাড়াও জাতীয় পর্যায়ে অংশ নেওয়া অনেক ক্রীড়াবিদই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সংশ্লিষ্ট ফেডারেশনগুলো তাদের ফলাফল এখনও জানায়নি।

Side banner