Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

প্রথম ধাপেই বিশ্বকাপের ১ মিলিয়ন টিকিট বিক্রি


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০২৫, ১২:৪৩ পিএম প্রথম ধাপেই বিশ্বকাপের ১ মিলিয়ন টিকিট বিক্রি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট-মূল্য নিয়ে শুরুতে বেশ সমালোচনা হয়েছিল। সরাসরি খেলা দেখা ব্যয়বহুল হবে উল্লেখ করে টিকিটের দাম কমানোরও দাবি উঠেছিল। যদিও তা পূরণ হয়নি। এরই মাঝে মেগা এই ইভেন্টের প্রথম ধাপের টিকিট বিক্রির তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জানা গেছে, ১ মিলিয়নেরও (১০ লাখ) বেশি মানুষ টিকিট কিনেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে ফিফা। তাদের তথ্যমতে ২১২টি দেশ ও অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেনা হয়েছে। যদিও এখন পর্যন্ত টুর্নামেন্টটি খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক তিন দেশ ও বিশ্বকাপ বাছাই মিলিয়ে ২৮টি দল। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে। আরও ২০টি দেশ ফুটবলের সর্বোচ্চ এই আসরে নাম লেখানো বাকি।
এর আগে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয় বিশ্বকাপের টিকিটের জন্য প্রাথমিক আবেদন। ২৪ ঘণ্টার মধ্যেই সেই আবেদন দেড় মিলিয়ন ছাড়িয়ে যাওয়ার তথ্য জানিয়েছিল ফিফা। অর্থাৎ, মানুষ যে প্রবল আগ্রহ-উদ্দীপনা নিয়ে ২০২৬ বিশ্বকাপ সরাসরি দেখার অপেক্ষায় আছে তা বলাই বাহুল্য। ফিফার তথ্যমতে, প্রথম ধাপে সবচেয়ে বেশি টিকিট ক্রয় করা দেশের মধ্যে শীর্ষ দশে যথাক্রমে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। খেলা চলাকালেও অবশ্য টিকিট কেনা যাবে।
এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ঐতিহাসিক ২৬ ফিফা বিশ্বকাপে সারা বিশ্বের জাতীয় দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, উত্তর আমেরিকার এই বিস্ময়কর ইভেন্ট দেখতে এত বেশি ফুটবলপ্রিয় মানুষের আগ্রহ দেখে আমি রোমাঞ্চিত। এটি অবিশ্বাস্য প্রতিক্রিয়া এবং একইসঙ্গে সারাবিশ্বে কত বেশি সমর্থক ফিফা বিশ্বকাপ ইতিহাসের অংশ হতে চায় সেই সাক্ষ্য দিচ্ছে।
ফিফা অবশ্য কোন ম্যাচের জন্য কত সংখ্যক টিকিট বিক্রি হয়েছে তা সুনির্দিষ্ট করে জানায়নি। এমনকি টিকিটের মূল্য তালিকাও সেভাবে প্রকাশ করেনি, যা সর্বশেষ ১৯৯০ বিশ্বকাপে অনুসরণ করা হয়েছিল। এদিকে, গতকাল থেকে পুনরায় টিকিট ক্রয়ের সাইট চালুর কথা জানিয়েছে ফিফা। যেখানে নিউ জার্সিতে হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের টিকিটও পাওয়া যাবে। টিকিট পেতে প্রতিটি আসনের জন্য দর্শকদের ৯৫৩৮ থেকে সাড়ে ৫৭ হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। অর্থাৎ, সর্বনিম্ন টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১১ লাখ টাকারও বেশি এবং সর্বোচ্চ প্রায় ৭০ লাখ টাকা।
ফিফার টিকিট বিক্রি নিয়ে ঘোষণা ঠিক সেই সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোস্টন ও আশপাশের এলাকা থেকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন। সেসব এলাকায় ট্রাম্প প্রশাসন নিরাপত্তা নিয়ে ঝুঁকির কথা জানায়। প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পেয়েছৈন দর্শকরা। দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ২৭ অক্টোবর থেকে। আগের মতো এবারও ১০৪টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকিট কেনা যাবে।
দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা টিকিট কিনতে পারবেন আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত। ৫ ডিসেম্বর দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি। এসব ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৬০ ডলার (৭২৭৫ টাকা), যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। বেশিরভাগ ম্যাচেই টিকিটের দাম অত্যধিক। ফিফা এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারণে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থাও চালু করছে।

Side banner