বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন এখন আপনার হাতের মুঠোয়! ফোনটির নাম ‘জেনকো টাইনি টি১’ (Zanco Tiny T1। অবিশ্বাস্য হলেও সত্য এই ক্ষুদে ফোনটির দৈর্ঘ্য মাত্র ৪৬.৭ মিলিমিটার, প্রস্থ ২১ মিলিমিটার এবং পুরুত্ব ১২ মিলিমিটার। ওজন মাত্র ১৩ গ্রাম, যা একটি কয়েন বা ইউএসবি ড্রাইভের চেয়েও হালকা।
আকারে ছোট হলেও এই ফোন দিয়ে কল করা ও মেসেজ পাঠানো সম্ভব, ঠিক অন্য সাধারণ ফোনের মতোই। এতে রয়েছে ০.৪৯ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যেখানে স্পষ্টভাবে নম্বর ও টেক্সট দেখা যায়। ফোনটিতে আছে মাইক্রোফোন ও স্পিকার, ফলে কথা বলার সময় কোনো সমস্যা হয় না।
জেনকো টাইনি টি১ প্রথম আলোচনায় আসে ২০১৭ সালের ডিসেম্বরে কিকস্টারটেড ক্যাম্পেইনের মাধ্যমে, আর বাজারে আসে ২০১৮ সালের মে মাসে। খেলনার মতো ছোট এই ফোনটির কিপ্যাড ব্যবহারেও সুবিধাজনক। এর বডি তৈরি মজবুত প্লাস্টিক দিয়ে, যা ছোট হলেও বেশ টেকসই।
ব্যাটারির ক্ষমতা ছোট হলেও একবার চার্জে ৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই এবং ১৮০ মিনিট পর্যন্ত টক টাইম পাওয়া যায়। প্রাথমিকভাবে ফোনটির দাম ছিল ৪০ থেকে ৫০ ডলার। বর্তমানে এটি বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সংগ্রহযোগ্য গ্যাজেট হিসেবে বিক্রি হচ্ছে।
ফোনটিতে রয়েছে ন্যানো সিম স্লট, যা দিয়ে ২জি নেটওয়ার্কে কল ও মেসেজ পাঠানো যায়। এছাড়া এতে আছে ব্লুটুথ সুবিধা এবং ৩০০টি কন্ট্যাক্ট নম্বর সংরক্ষণের ক্ষমতা।
স্মার্টফোনের যুগে যদিও ২জি অনেকটা অতীত, তবুও প্রযুক্তিপ্রেমীদের কাছে ‘জেনকো টাইনি টি১’ এখনো এক অনন্য উদ্ভাবন ও আকর্ষণের প্রতীক।
আপনার মতামত লিখুন :