Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

পাকুন্দিয়ায় দুই লাখ পচা ডিম ধ্বংস, জরিমানা তিন লাখ টাকা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ২৫, ২০২৫, ০১:৫৬ পিএম পাকুন্দিয়ায় দুই লাখ পচা ডিম ধ্বংস, জরিমানা তিন লাখ টাকা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ পচা ডিম জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে তিনি এ রায় ঘোষণা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার। 
তিনি জানান, এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার ৪৮০টি পচা ডিম জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষা ও খাদ্যে ভেজাল রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

Side banner