Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

লালমনিরহাটে পাহাড়ি কলা


দৈনিক পরিবার | মো. মাসুদ রানা রাশেদ অক্টোবর ২০, ২০২৫, ১০:০১ পিএম লালমনিরহাটে পাহাড়ি কলা

লালমনিরহাট জেলা সদরের উত্তর সাপটানা কোরবানটারীতে পাহাড়ি কলার ফলন হয়েছে। শখের বসে একটি কলাগাছের চারা সংগ্রহণ করেন হাসিবুল নামে এক কৃষক। পরে সেই চারাটি রোপণ করেন তিনি। ওই গাছে ২৩ কান্দা কলা ধরে। ইতোমধ্যে কলা পাকে খেতে খুব সুস্বাদে ভরা।
এ বিষয়ে কৃষক হাসিবুল জানায়, এই পাহাড়ি কলা যে এখানকার মাটিতে ফলন দিবে এবং সুস্বাদের হবে সেটা নিয়ে শঙ্কিত ছিলাম। কলার উপরের রং খয়েরি রংয়ের হলেও ভিতরে আলাদা।
তিনি আরও জানান, এখন প্রায় আরও ৮টি চারা হয়েছে। এই কলা চাষে এ অঞ্চলের কলা চাষিরা লাভবান হতে পারেন। এই কলা চাষে কোন কীটনাশক বা ঔষধ ব্যবহার করতে হয়নি।

Side banner