Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সাভারে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার অক্টোবর ২০, ২০২৫, ০৩:০১ পিএম সাভারে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

সাভারে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক এক শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহেল রোজারিও (৩৭) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। তার অন্যতম সহযোগী মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে সাভার মডেল থানা পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে আদালত মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধর্ষণের ঘটনার প্রধান সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেলে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। পথিমধ্যে সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন।
সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও সেই তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনার বিষয়ে কাউকে না জানানোর কথা বলে ভুক্তভোগীকে হত্যার হুমকি দেন।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্তসহ অন্য দুই আসামি পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গাজীপুরের কালীগঞ্জ এলাকা থেকে এবং সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Side banner