Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

স্পন্সর ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক অক্টোবর ২০, ২০২৫, ০১:৫০ পিএম স্পন্সর ভিসা নিয়ে বড় সুখবর দিলো ইতালি

বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটননির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে তিন বছর মেয়াদে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, এবারের আবেদন প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ। শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিক বা স্পন্সররাই এবার আবেদন করতে পারবেন। ভিসা দিতে হলে প্রত্যেক নিয়োগদাতার পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য থাকতে হবে অন্যথায় আবেদন বাতিল হবে।
স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। আগাম ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। ইতালি সরকার এবার নন-ইউরোপীয় ৩৮টি দেশ থেকে কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে জানিয়েছেন, এবারের প্রক্রিয়ায় দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে আবেদন করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, সরকার ডিজিটাল সিস্টেমে মালিক ও কর্মীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে। শুধুমাত্র সঠিক ও নিবন্ধিত স্পন্সরের আবেদনই গৃহীত হবে।
ইতালিতে দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকট রয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা ছিল, যা পরে বাড়িয়ে পাঁচ লাখ করা হয়েছে।
এছাড়া ২০২৬ সালের আবেদনকারীদের জন্য ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি। ওই দিনগুলোতে সকাল ৯টায় আবেদনকারীরা অনলাইনে নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এবার স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে বাংলাদেশিদের ইতালি ভিসা পেতে আগের মতো হয়রানির শিকার হতে হবে না।

Side banner