মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান বিজয় (২২) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
রবিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ কেজি গাঁজাসহ আসামিকে আটক করা হয়।
আটককৃত আসাদুজ্জামান বিজয় গাড়াবাড়ীয়া গ্রামের জিয়ারত ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অন্য এলাকা থেকে এনে নিজ এলাকা ও আশপাশের এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছিলেন।
র্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :