গাজীপুরের কাপাসিয়া কৃষি জমির কচুরিপানা ভাসাতে গিয়ে বানার নদে ডুবে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি এলাকায় বানার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিলকিস আক্তার (৪০) ওই এলাকার উকিল উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে তারা চারজন নারী খেতে কাজ করছিলেন। এ সময় জমির কচুরিপানা ভাসাতে গিয়ে তারা নদীতে স্রোতের মধ্যে ভেসে যান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে লিপি আক্তার, দিনা সুলতানা ও আরেক নারীকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিলে লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বিলকিস আক্তার নিখোঁজ হলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়ার আড়ালিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, নিখোঁজ হওয়া বিলকিস আক্তারের মরদেহ সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :