Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ধামইরহাটে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ


দৈনিক পরিবার | মাসুদ সরকার অক্টোবর ১৭, ২০২৫, ১০:৩৫ পিএম ধামইরহাটে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

নওগাঁর ধামইরহাটে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। 
সারাদেশের ন্যায় কর্মসুচী অংশ হিসেবে ধামইরহাট শিক্ষক সমিতির উদোগে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা ৩ দফা দাবি বাস্তবায়ন ও আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ১ ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজিত উপজেলার এমপিও ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস চত্বর সমাবেত হয়ে একটি র‌্যালি বের করে উপজেলার গেটের সামনে সমবেত হয়। 
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুৎফর রহমান, অধ্যক্ষ ইলিয়াস আলম, প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, অধ্যক্ষ মাওলানা আবুবক্কর, অধ্যক্ষ আব্দুস সোবাহান, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুর রউফ প্রমুখ। 
বক্তারা তাদের ৩ দফা দাবি অনতিবিলম্বে আদায়ের লক্ষ্যে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা প্রদানের আহবান জানান। 
এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের নায্য আন্দোলনে পুলিশ কর্তৃক জল কামান, লাঠি চার্জ করে করে আন্দোলন দমন করা যাবে না। যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করা হবে। 
তারা আরো বলেন, একদিকে সরকার শিক্ষার মান উন্নয়নের কথা বলে অন্যদিকে এমপিভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার সংকটে মানবেতর জীবন-যাপন করছে। কেন্দ্রীয় ঘোষিত শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে যে কোন কর্মসূচি ধামইরহাট উপজেলার শিক্ষককেরা পালন করবে।

Side banner