Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরিষাবাড়ীতে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ


দৈনিক পরিবার | শফিকুল ইসলাম  অক্টোবর ১৭, ২০২৫, ১০:৫৩ পিএম সরিষাবাড়ীতে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এক মত বিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিবন্ধী শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। সুইট বাংলাদেশ সরিষাবাড়ী শাখার উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। 
সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভা কার্যালয় সামনে অবস্থিত সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় অবস্থিত। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান ও শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব  করেন সুইট বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সহ-সভাপতি ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুইড বাংলাদেশের সভাপতি ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী। 
আরো বক্তব্য দেন সুইড বাংলাদেশের মেন্টর জোহাহেরুল ইসলাম মামুন, সুইট বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুল মনির, সুইড বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইমেলদা হোসেন দীপা, কল্যাণ ও পুনর্বাসন সচিব আবুল কালাম আজাদ, সুইড বাংলাদেশ নারায়ণগঞ্জের সভাপতি আফরোজা শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সুইট বাংলাদেশ সরিষাবাড়ী শাখার নির্বাহী সচিব আবুল হোসেন সরকার, সুইড সরিষাবাড় ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ।
সুইড সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের নিয়ে  মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ করা হয়েছে।

Side banner