Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. মাসুদ রানা রাশেদ অক্টোবর ১৭, ২০২৫, ১০:৪৩ পিএম লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে এবং সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি লালমনিরহাটের যৌথ আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি লালমনিরহাটের নেতা কমরেড শামসুল হক-এঁর সভাপতিত্বে বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম আহবায়ক নিরঞ্জন রায়-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের নেতা সাইফুল আলম শিয়াব, বিপুল, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নবিন্দ্র নাথ, বাংলাদেশ যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটির আহবায়ক গোপাল চন্দ্র রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মধুসূদন রায়, লালমনিরহাট জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম অপু, কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির প্রমুখ। 
এ সময় যুব ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner