Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
কান্না ভেজা কন্ঠে নিখিল 

এলাকার একমাত্র হিন্দু হওয়াই কি আমার অপরাধ!


দৈনিক পরিবার | শাহিন নুরী  অক্টোবর ১৯, ২০২৫, ০৭:৪৬ পিএম এলাকার একমাত্র হিন্দু হওয়াই কি আমার অপরাধ!

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর মৌজার একমাত্র সংখ্যালঘু হিন্দু পরিবারের প্রায় ৫ একর জমি দখল, বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ভুক্তভোগী নিখিল কুমার চৌধুরী দুঃখ করে প্রশ্ন করেন, হিন্দু হওয়াই কি অপরাধ? 
তিনি শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন করেন। 
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, নিখিল কুমার চৌধুরী একজন স্কুল শিক্ষক। গত বছরের ৬ আগস্ট এলাকার মৃত ছোলায়মানের ছেলে চিহ্নিত ভূমিদস্যু মতিয়ার রহমান শামীমের নেতৃত্বে তার ভাই মকছুদার, মোখলেছ ও মুছা তার পরিবারের প্রায় ৫ একর জমি দখল করে নেয়। তারা পরিকল্পিতভাবে লোকজন নিয়ে নিখিল চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। পরে বাড়িতে আগুন লাগিয়ে জীবননাশ ও উচ্ছেদের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন মহলের শরণাপন্ন হয়েও প্রতিকার পাওয়া যায়নি। থানায় মামলা করতে গেলে আগে ভূমিদস্যুদের মামলা নিয়ে পরে নিখিল চৌধুরী মামলা কাউন্টার হিসেবে গ্রহণ করা হয়। এরপর থেকে নিখিল চৌধুরীর পরিবার নানা অত্যাচার ও উচ্ছেদ আতঙ্কে বসবাস করছে। গত ১৬ অক্টোবর ভূমিদস্যুরা আবার লোকজন নিয়ে নিখিল চৌধুরীর বাড়িভিটার কলাগাছ, লেবুগাছসহ বিভিন্ন ফলের গাছ ও বাঁশঝাড় কেটে নিয়ে বাঁশ দিয়ে ঘেরাও দিয়ে যায়। 
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, নিখিল চৌধুরীর পরিবারের স্বত্ব দখলীয় সিএস/৩০৮ ও আরএস-৩৫৮ খতিয়ান ভুক্ত ৫.৭২ একর জমি অর্পিত সম্পত্তির খ তপশীলে ২০১২ সালের ১৫মে গেজেট প্রকাশিত হয়। সরকারিভাবে অর্পিত খ বাতিল হলে আইন শুদ্ধভাবে দুইটি নামজারি কেসের মাধ্যমে ৫.৭২ একর জমিই সরকার তাদের নামে নামজারি অনুমোদন করে অবমুক্ত করে দেয়। নামজারি কেস সমূহের বিরুদ্ধে দখলদার  ভূমিদস্যু  বাহিনী আপিল কেস দায়ের করে ভূমি আপিল বোর্ডের ফুলবোর্ড আদালত পর্যন্ত পরাজিত  হয়। সর্বশেষ সর্বোচ্চ রেভিনিউ আদালতে ২০২২ সালে পরাজিত হয়ে আর কোনো আপিল করেনি। এই সন্ত্রাসী ভূমিদস্যু বাহিনী তাদের সম্পত্তি দখল করে অবশিষ্ট সম্পত্তি দখলের জন্য অত্যাচার অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে তিনি সম্পত্তি ও পরিবারের সদস্যদের জীবন রক্ষার জন্য সরকারের প্রধান  উপদেষ্টা সহ প্রশাসনের উর্ধ্বতন মহলের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এব্যাপারে কামারপাড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ বলেন, আমি নিরুপায়, দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত মামলা থাকায় স্থানীয় সরকারের পক্ষে আমরা মিমাংসা করতে পারিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন তার ছোট ভাই উৎপল কুমার চৌধুরী, স্ত্রী পলি রাণী, ছোট ভাইয়ের স্ত্রী শ্যামলী রাণী ও ভাতিজা অর্পণ চৌধুরী।

Side banner