Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ফুলবাড়ী থানা পুলিশের হাতে গাঁজাসহ আটক-২


দৈনিক পরিবার | বিপুল মিয়া অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৪১ পিএম ফুলবাড়ী থানা পুলিশের হাতে গাঁজাসহ আটক-২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম। এ সময় মাদক পরিবহন একটি সিএনজি জব্দ করা হয়। 
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট-টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তা থেকে ৭৫ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত দুই মাদক চোরাকারবারী হলেন, উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে সফিকুল ইসলাম (৫০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃত ২ মাদক চোরাকারবারীর  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Side banner