Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

কাঠের ট্রলিং বন্ধের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন


দৈনিক পরিবার | আরিফ তৌহীদ অক্টোবর ১৯, ২০২৫, ০৭:৪২ পিএম কাঠের ট্রলিং বন্ধের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন

অবৈধ কাঠের ট্রলিং বন্ধের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছে সাধারণ জেলেরা। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পাথরঘাটা উপজেলা শহরের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ কাঠের ট্রলিংয়ের কারণে উপকূলীয় এলাকায় ছোট ট্রলারের জেলেরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। এ ধরনের ট্রলিংয়ের ফলে মাছের অভয়ারণ্য ধ্বংস হচ্ছে, ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবিকা হুমকির মুখে পড়ছে। তাই দ্রুত কাঠের ট্রলিং বন্ধ করে তাদের নির্বিঘ্নে মাছ ধরার সুযোগ করে দেয়ার দাবি জানান তারা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এতে পাথরঘাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, একাধিক ট্রলার মালিক ও শত শত সাধারণ জেলে অংশ নেন।
বক্তারা আরও বলেন, কাঠের ট্রলিংয়ে ব্যবহৃত শক্তিশালী ইঞ্জিন ও অবৈধ জাল মাছের প্রজনন ব্যাহত করছে। এতে উপকূলের জেলেরা একের পর এক আর্থিক সংকটে পড়ছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। এবারও যদি কাঠের ট্রলিং বন্ধ না করা হয়, তাহলে তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Side banner