জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সোমবার (২০ অক্টোবর) দুপুরে বাউসি বাঙ্গালি স্কুল এন্ড কলেজ মাঠে ৫ শত হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বেসরকারি সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সূত্রে জানা গেছে, পৌরসভার সাতটি গ্রামের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অফ অ্য একাউন্টস এন্ড প্রশাসন কহিনুর আলম চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোহছেন উদ্দিন উপস্থিত থেকে গরিব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সাহা, বেসরকারি সংস্থা দুঃস্থ এইড বাংলাদেশ সোসাইটির ব্যবস্থাপক জহুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শওকত আলী, বাউসি বাঙালি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, স্থানীয় সমাজসেবক রমজান আলী প্রমুখ।
প্রতি জন নারীকে ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলাসহ প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী দেওয়া হয়।
প্রধান অতিথি ইউএনও মোঃ মোহছেন উদ্দিন বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি নিয়মিতভাবে দেশের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসনসহ বিভিন্ন খাতে তাদের বাস্তবমুখী প্রকল্প ইতোমধ্যেই মাঠপর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও অংশীদারিত্বের সংস্কৃতি গড়ে তোলে এবং সরকারি উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করে।
বাউসী গ্রামের রোকেয়া বেগম জানান, এমন উদ্যোগ আমাদের জীবনে নতুন করে বাঁচার সাহস জোগায় এবং মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনে। পরিবার পরিজন নিয়ে ভালোভাবে খাইতে পারমু কয়েকদিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক আবুল কায়েস।
আপনার মতামত লিখুন :