Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

‘বিতর্কিত’ ছবির ব্যাখ্যা দিলেন সামিরা খান মাহি


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক অক্টোবর ২৪, ২০২৫, ০২:১৬ পিএম ‘বিতর্কিত’ ছবির ব্যাখ্যা দিলেন সামিরা খান মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিতর্কিত সেই ছবি ও বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি।
নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়া ছবিটি নিয়ে মাহি জানান, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। তিনি বলেন, ‘ওহ গড! দ্যাট পিকচার। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি।’
তিনি জানান, ছবিটি ছিল ‘ভাত লাভার’ শিরোনামের একটি নাটকের সেটে তোলা, যেটি পরিচালনা করেছিলেন সকাল আহমেদ এবং তার সহশিল্পী ছিলেন আরশ খান।
মাহি বলেন, ‘ভাত লাভার’ একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। এবং আমি যে গ্লাসটা পরে আছি, ওটাও সকাল আহমেদের গ্লাস। এই সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, আমার একটা ছবি তুলো তো।
মাহির কথায়, ‘আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ‘ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো।’ তো তখন চশমাটা যখন পড়ছি, আরশ আমাকে তখন বলতেছিল, ‘মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে!’ তো আমি বললাম, ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। তখন আমি এরকম এরকম করে বিভিন্ন পোজে ছবি তুলেছি।’
বিতর্কের প্রসঙ্গে মাহি বলেন, ‘পরে দিয়ে যেটা হলো, সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্শিয়াল একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক, সেটা আমার উদ্দেশ্য ছিল না।’

Side banner