উচ্ছ্বাস, উত্তেজনা আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হলো সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত বিজ্ঞান অনুষদ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। এ বছর বিজ্ঞান অনুষদের ৭টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে পদার্থবিদ্যা বিভাগ, ফাইনালে তারা পরাজিত করেছে শক্তিশালী রসায়ন বিভাগকে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ঠিক ৩টায় কলেজের বাস্কেট রাউন্ডে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত নিজেদের নৈপুণ্য ও ধারাবাহিক পারফরম্যান্সের জোরে বিজয়ী হয় পদার্থবিদ্যা বিভাগ। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারী। দর্শকদের উল্লাস আর করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো: তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। এছাড়াও অনুষদের অন্যান্য শিক্ষক-মন্ডলী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. শেখ মো: তাজুল ইসলাম তার বক্তব্যে বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে ধন্যবাদ দেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য। খেলাধুলা কেবল শরীরকে সুস্থ রাখে না, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণও গড়ে তোলে।” তিনি আরও ঘোষণা করেন, “প্রতিবছরই এরকম প্রতিযোগিতা মূলক খেলার আয়োজন করা হবে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।” তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াবে।
অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বসিত পদার্থবিদ্যা দলের ক্যাপটেন মুসফিকুর রহমান সাংবাদিকদের বলেন, “আমাদের পুরো দলের জন্য এটা এক অসাধারণ অনুভূতি। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। আমরা একে অপরের প্রতি বিশ্বাস রেখেছি এবং দলগতভাবে নিজেদের সেরাটা দিয়েছি। আজকের এই জয় আমাদের কঠোর অনুশীলন এবং সমন্বিত প্রচেষ্টার ফল। রসায়ন বিভাগও দুর্দান্ত খেলেছে, ফাইনালটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে শেষ হাসি আমরাই হেসেছি। আমরা আশা করি, ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারব।”
সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি রক্ষা করলো। এই বিজয় কলেজ ক্যাম্পাসে এক আনন্দের বার্তা বয়ে এনেছে।








































আপনার মতামত লিখুন :