Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

লালমনিরহাটের চাষীদের আগ্রহ বাড়ছে বাদাম চাষে


দৈনিক পরিবার | মো. মাসুদ রানা রাশেদ অক্টোবর ২৪, ২০২৫, ০৫:৪১ পিএম লালমনিরহাটের চাষীদের আগ্রহ বাড়ছে বাদাম চাষে

কৃষিতে বাদাম একটি লাভজনক ফসল। বাদাম চাষে কম ব্যয় সম্পন্ন হওয়ায় দিনে দিনে এর চাষাবাদ বেড়েই চলেছে। বাদামের কাঙ্খিত ফলন ও দাম ভাল পাওয়ার কারণে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার প্রান্তিক চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়ছে।
মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, এ এলাকার জমি বাদাম চাষের উপযোগী হওয়ায় অনান্য ফসল চাষের চেয়ে বাদাম চাষ করে আমরা বেশ লাভবান বলেই বাদাম চাষ করছি।
তিনি আরও বলেন, বাদাম চাষে বিঘা প্রতি খরচ হয় ৮হাজার হতে ১০হাজার টাকা। বাদাম উৎপাদনে সময় লাগে ৪ মাস পর্যন্ত। প্রতি বিঘায় বাদাম পাওয়া যায় ৮মণ হতে ১০ মণ। এতে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। গত বছর বাদামের সর্বোচ্চ মূল্য ছিল ৩হাজার থেকে ৩হাজার ৫শত টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাদাম চাষে কৃষকের খরচ কম, ফলন ও দাম ভালো পাওয়ায় বাদাম চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। এ জন্য বাদাম চাষের লক্ষ্যমাত্রা প্রতিবছর ছাড়িয়ে যাচ্ছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাদাম চাষি কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছেন।

Side banner