টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।
এসময় উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন প্রমুখ।
এসময় ২৭০ জন কৃষককে প্রতি ২০ শতাংশ জমির জন্য মাঠে চাষ যোগ্য লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, শশার বীজ ও প্যাকেট (বেগুন, পালংশাক, লালশাক, মুলা, বাটি শাক, লাউ) এবং ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :