মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়নের এম আর এন্টারপ্রাইজের বিসিআইসি সার ডিলার এনামুল হকের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গাংনী বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে এনামুল হক বলেন, সম্প্রতি বাঁশবাড়িয়া বাজারে সার জব্দের ঘটনায় আমার নাম জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, মাহবুবের কাছে আমি কখনও সার বিক্রি করিনি। আমার দোকান ও গোডাউনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে, যা দেখে যাচাই করলে সত্যতা মিলবে। মাহবুবের সঙ্গে আমার কোনো সার বা অর্থ লেনদেন নেই।
তিনি আরও বলেন, কোনও নেতার স্লিপে সার দেওয়া হয়—এই অভিযোগও ভিত্তিহীন। নেতা স্লিপে সার দেওয়ার কোনো সুযোগ নেই। সরকারি নিয়ম অনুযায়ী সার বিক্রির প্রতিটি লেনদেন খাতায় লিপিবদ্ধ থাকে। বরাদ্দ পাওয়া সার থেকে অর্ধেক সাব-ডিলারদের দেওয়া হয় এবং বাকি অর্ধেক ইউনিয়নের কৃষকদের মধ্যে বিক্রি করা হয়। প্রতিটি বিক্রিতে সার ক্রেতার স্বাক্ষর ও নাম-ঠিকানা গ্রহণ করা হয়।
এনামুল হক অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে গাংনী বাজারে সৎভাবে ব্যবসা করে জীবনযাপন করছি। কখনও কোনো অনৈতিক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে আমি বা আমার পরিবার জড়িত ছিলাম না। কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ হাসিল না করতে পেরে আমার সামাজিক মর্যাদা নষ্ট করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :