Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

বাঞ্ছারামপুরে ধানের শীষের প্রার্থীর জন্য লাখো মানুষের ঢল


দৈনিক পরিবার | ফয়সল আহমেদ খান নভেম্বর ২৬, ২০২৫, ১০:১৬ পিএম বাঞ্ছারামপুরে ধানের শীষের প্রার্থীর জন্য লাখো মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছিল। এই প্রথম বহু বছর পর দলীয় কোন্দল মিটিয়ে বিভক্ত বিএনপির সকল নেতাকর্মী একমঞ্চে সমবেত হয়েছিল। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ৪ কেন্দ্রীয় নেতা এক ঐক্যবদ্ধ হয়ে ঘোষনা দেন ধানের শীষের প্রার্থী যেই হোক তাঁরা তার পক্ষেই কাজ করবে। 
বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মাওলাগঞ্জ মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন ৪ মনোনয়ন প্রত্যাশী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির উপদেষ্টা এমএ খালেক পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির ৩ সদস্য যথাক্রমে সাবেক এমপি এমএ খালেক পিএসসি, এডভোকেট রফিক শিকদার, এডভোকেট জিয়াউদ্দিন জিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর (অব:) সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার দবির উদ্দিন,  জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লা আল মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছা, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, যুবদলের আহবায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, ভিপি মজিব, জালাল উদ্দিন বাদল, ঈমান আলী প্রমুখ। 
প্রধান অতিথি সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। ধানের শীষের ঘাঁটিতে ডান বামেরা ভুট্টা চাষ করতে চায়। সেটি হবে না। ধানের শীষের ঘাটিতে অন্য কারো ঠাঁই হবে না।
বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক শিকদার বলেন, আপনারা জানেন বাঞ্ছারামপুরের মানুষ কী চায়? বাঞ্ছারামপুরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে চায়। আমরা আজ ঐক্যবদ্ধ বিএনপি। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো এবং বিএনপির ঘাঁটি খ্যাত বাঞ্ছারামপুর আসন থেকে তাকে বিজয়ী করে আনবো।
নির্বাহী কমিটির আরেক সদস্য এডভোকেট জিয়াউদ্দিন জিয়া  বলেন, কোনো জোটের শরীক প্রার্থী বা কোনো ডান বামের প্রার্থীকে বাঞ্ছারামপুরের জনগণ মেনে নিবে না। ধানের শীষ যার হাতে, বাঞ্ছারামপুরের জনগণ তাঁর সাথে।
অন্যান্য নেতারা বলেন, স্বাধীনতার এতো বছর ডান বামের কেউ উড়ে এসে জুড়ে বসতে চাইবে, সেটি হবে না।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, বাঞ্ছারামপুরে ধানের শীষের কোন বিকল্প নেই। আপনারা ধৈর্য ধরুন, অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আপনাদের মুখে হাসি ফুটাবো ইনশাল্লাহ। বহুবছর পর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়েছি। ধানের শীষের প্রার্থী আমাদের দিতেই হবে। সবাই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নকারীর পক্ষে আমরা কাজ করবো।

Side banner