Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

দুর্গাপুরে জাতীয় প্রাণিসম্পদ উদ্বোধন ও আলোচনা সভা‎


দৈনিক পরিবার | মো: মোমিন জাদরান নভেম্বর ২৬, ২০২৫, ০৫:১৯ পিএম দুর্গাপুরে জাতীয় প্রাণিসম্পদ উদ্বোধন ও আলোচনা সভা‎

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী দুর্গাপুরে জাতীয় প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগীতায় বুধবার (২৬ নভেম্বর) সপ্তাহ-২০২৫ মেলার প্রদর্শনী সকাল  ১০ টায়  উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে উদ্বোধন ও আলোচনা সভা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন। প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা মৎস্য অফিসার মোঃ বাবুল হোসেন, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, উপজেলা যুব-উন্নয়ন অফিসার দূরুল হুদা,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা পজীপবিআরডিবি সাইফুল ইসলাম ঝালুকা ইউপি’র প্যানেল চেয়ারম্যান রাজেনা খাতুন, কিসমতগনকৈড় ইউপি’র প্রশাসক এম এ মতিন, মাড়িয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিনসহ প্রমুখ। 
‎উদ্বোধনী মেলায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে বেকার যুবকগন গাভী ও ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূর করছে, যারা বেকার এখনো কোন কাজ পায়নি, তারা গবাদিপশু-পাখি পালনে এগিয়ে আসলে আমরা সহযোগিতা করব, আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন, গাভী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব, মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, গরুর বাছুর, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনে ৩০টি স্টল অংশগ্রহন করে, এ সময় ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ট খামারীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।

Side banner