Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

গাইবান্ধায় নতুন জেলা প্রশাসকের যোগদান


দৈনিক পরিবার | শাহিন নুরী নভেম্বর ১৯, ২০২৫, ১১:৩৭ এএম গাইবান্ধায় নতুন জেলা প্রশাসকের যোগদান

গাইবান্ধায় মঙ্গলবার (১৮ নভেম্বর) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। গাইবান্ধা জেলায় নতুন জেলা প্রশাসকের যোগদানের আগে ১৬ ই নভেম্বর  সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার প্রদান করেন। 
পরে ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখে নতুন কর্মস্থল বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হতে গাইবান্ধা ছেড়ে চলে যান। 
উল্লেখ্য যে গাইবান্ধা জেলার সাবেক  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ  কে পদোন্নতি দিয়ে বদলি করে সেইসঙ্গে শনিবার (৮ নভেম্বর ২০২৫)  রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে গাইবান্ধা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম (১৫৯৮৭)কে রাষ্ট্রপতি আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত স্মারক নম্বর ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০১.২৫-৪২২ গাইবান্ধার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়। 
আরো উল্লেখ্য যে ১৩ নভেম্বর আলাদা একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত স্মারক নম্বর ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০১.২৫-৪৩৮ মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা(১৬২৩৭) এনটারিশমেন্ট ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপ প্রকল্প পরিচালক (উপসচিব) কে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে   প্রজ্ঞাপন জারি করা হয়। 
এই প্রজ্ঞাপনের ফলশ্রুতিতেই ১৮-১১-২০২৫ ইং তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এর কাছ থেকে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হয়ে দায়িত্বভার বুঝে নেন। 
উল্লেখ্য যে জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। প্রশাসনিক কার্যক্রম জেলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন। এছাড়াও সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

Side banner