মিরপুর টেস্টে খেলতে নেমেই একটা মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন তিনি। ইতিহাস গড়া টেস্টে ব্যাট হাতেও দারুণ এক ইনিংসের সামনে দাঁড়িয়ে এই উইকেটকিপার ব্যাটার। নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন মুশফিক। ৯৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। তার এমন দুর্দান্ত ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ।
প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত আছেন, অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ৪৭ রান।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৬৮ রানের রেকর্ডগড়া জুটি গড়েছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। আজও (বুধবার) দুজনের ব্যাটে স্বাগতিকরা দারুণ সূচনা পায়। কিন্তু থিতু হয়েও উভয়েই ফিরেছেন হাফসেঞ্চুরি হাতছাড়া করে।
ভালো শুরুর পর ম্যাকব্রাইনের বলে আউট হয়েছেন দুই ওপেনার। সাদমান ব্যক্তিগত ৩৫ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন। আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে সফল হয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। তাতে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ৫২ রানে।
এরপর জয় দেখে-শুনেই খেলার চেষ্টা করছিলেন। কিন্তু অনেকক্ষণ ধরে বাউন্ডারি না পাওয়ায় চাপ বাড়ছিল তার ওপর। সেই চাপ কাটাতে ম্যাকব্রাইনের বলে বড় শট খেলতে চেয়েছিলেন এই ওপেনার। তাতে হিতে বিপরীত হয়েছে। মিড-অফে তিনি ক্যাচ দিয়েছেন বদলি ফিল্ডার হিসেবে নামা ম্যাককার্থিকে। ফেরার আগে ডানহাতি এই ব্যাটার করেন ৩৪ রান।
চারে নেমে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। সাদমান-জয়ের পর তাকেও ফেরান অভিজ্ঞ আইরিশ স্পিনার ম্যাথু ম্যাকব্রাইন। দুই ওপেনার ফেরার পর চাপে ছিল দল, ৮৮ বলে কোনো বাউন্ডারি পায়নি। শান্ত সেই খরা কাটন ম্যাকব্রাইনের বলে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে যান অধিনায়ক।
আইরিশ অফ স্পিনার বলটি ফেলেছিলেন অফ স্টাম্পের বেশ বাইরে। কিছুটা লাফিয়ে ওঠা বলটি টার্ন করে ভেতরের দিকে ঢোকার ফলে শান্ত সামলে উঠতে পারেননি। বল তার ব্যাটে এজ হয়ে ভেঙে দেয় অফ স্টাম্প। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৯৫ রানে।
এরপর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক ও মুমিনুল দলের হাল ধরেন। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১০৭ রান। ১২৮ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল।
এরপর দিনের বাকিটা সময় লিটন দাসকে সঙ্গে নিয়ে ভালোভাবেই পার করেন মুশফিক। দুজনের সাবলীল ব্যাটিংয়ে আইরিশদের ওপর চাপ বাড়ায় বাংলাদেশ। দুজনেই দিন শেষ করেছেন মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থেকে। মুশফিক সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে, আর লিটনের হাফ সেঞ্চুরি করতে প্রয়োজন আর ৩ রান।








































আপনার মতামত লিখুন :