ছোট পর্দায় প্রায় তিন দশকের সফল ক্যারিয়ার গড়া জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান এবার প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। অভিনয়জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাঁকে দেখা যায়নি চলচ্চিত্রে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।
রিচি সোলায়মান জানিয়েছেন, শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান, আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহীন। তবে সিনেমার নাম বা সহঅভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি তিনি।
রিচির ভাষায়, সবই ঠিক আছে, তবে এখনই নাম বলতে চাইছি না। চমক হিসেবে রাখতে চাই।
পরিচালক রাজীব সালেহীন জানান, এ মাসের শেষ দিকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সে সময় জানানো হবে সিনেমার নাম, অভিনয়শিল্পী ও শুটিং পরিকল্পনা।
এর আগে এ বছরের শুরুতে একটি টিভি অনুষ্ঠানে রিচি ইঙ্গিত দিয়েছিলেন সিনেমায় কাজ করার বিষয়ে। কেন এত বছর চলচ্চিত্রে অভিনয় করেননি এমন প্রশ্নে তিনি বলেছিলেন, নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি। এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম। তবে সিনেমায় অভিনয় করা সবসময়ই আমার ইচ্ছে ছিল।
সম্প্রতি একটি কফিশপ উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজের খবর জানান। এদিকে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর নামে রাজনৈতিক পোস্ট ছড়ানোর অভিযোগে সম্প্রতি থানায় সাধারণ ডায়েরি করেছেন রিচি সোলায়মান। ওই অ্যাকাউন্টটি ভুয়া বলে তিনি ভক্তদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
বিয়ে ও সংসার জীবন নিয়ে কিছুটা বিরতি নিলেও রিচি মাঝে মাঝে দেশে এসে অভিনয়ে অংশ নেন। বর্তমানে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।








































আপনার মতামত লিখুন :