আজ ১৪ নভেম্বর সারাদেশের মোট ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রকিবুল আলম রকিব পরিচালিত ছবি ’গোয়ার’। ছবিটি মুক্তির পর থেকেই সিনেমার ব্যতিক্রমী প্রচারণায় মুগ্ধতা ছড়াচ্ছেন নায়ক রাসেল মিয়া ও প্রযোজক হেলেনা জাহাঙ্গীর।
সিনেমা মুক্তির আগে এফডিসির প্রধান ফটকের সামনে নিজ হাতে রান্না করে মানসিক ভারসাম্যহীনদের ১০ দিন ব্যাপি খাওয়ানো থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মুখে খাবার তুলে দেওয়া. এমনকি নিজে ভ্যান চালিয়ে প্রচারণাও করেছেন রাসেল মিয়া।
মুক্তির দিনে হলভর্তি দর্শকের সামনে বিক্রেতা হলেন নায়ক। ছবি মুক্তি উপলক্ষে আজ আনন্দ সিনেমা হলে মর্নিং শোতে নিজের সিনেমা দেখতে আসেন নায়ক রাসেল মিয়া ও প্রযোজক হেলেনা জাহাঙ্গীর। বিরতির সময় হঠাৎ করেই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলেন। আলো-আঁধারের মধ্যেই রাসেল মিয়া নিজেই শুরু করলেন হাঁকডাক-এই চিপস আছে, কেক আছে, ঠান্ডা পানি আছে, ঠান্ডা আছে, কার কি লাগবো তাড়াতাড়ি বলেন। দর্শক প্রথমে হতবাক হলেও নিজেদের প্রিয় নায়ককে এমন ভূমিকায় দেখে আনন্দে ফেটে পড়েন।
অনেকেই সুযোগটি লুফে নেন প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার। রাসেল মিয়া বলেন, ঐ দৃশ্য আর দেখা যায় না। তাই আজ চালু করে গেলাম।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রাসেল মিয়া বলেন, আমরা যখন ছোটবেলায় সিনেমা দেখতাম। তখন অপেক্ষায় থাকতাম কখন বিরতিতে চিপস চকলেট ঠান্ডা এগুলো নিয়ে এসে ডাকাডাকি করবে। কিন্তু এখন সেই দৃশ্য আর দেখা যায় না। তাই আজ আমি নিজেই আনন্দ হলে এটি চালু করে দিয়ে গেলাম। এটি যেন অবিরত থাকে।
চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশের চলচ্চিত্র হারিয়ে গেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ-এগুলো দিন দিন বেড়েই চলবে। চলচ্চিত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই যুদ্ধ চলমান থাকবে।
আনন্দ হল কর্তৃপক্ষ জানায়, প্রায় ১৭ বছর পর এই আনন্দ সিনেমা হলে মর্নিং শো-তে ‘হাউসফুল’ হলো। হল চলাকালীন দর্শক যখন রাসেল মিয়াকে দেখে ‘মান্না ভাই, মান্না ভাই’ বলে চিৎকার করতে শুরু করেন, তখন পরিবেশ আরও আবেগঘন হয়ে ওঠে।
হল কর্তৃপক্ষের প্রত্যাশা ‘গোয়ার’ অনেক সিনেমার রেকর্ড ভাঙতে পারবে। গোয়ার ছবিতে রাসেল মিয়ার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন জাজ-এর নায়িকা জলি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, মনজুর আলম, বর্দা মিঠু, জামাল পাটোয়ারী, ডেঞ্জার নাসিম সহ আরও অনেকে।








































আপনার মতামত লিখুন :