Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

অমিতাভের টিফিন বক্সে চিঠি পাঠাতেন জয়া


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ১৯, ২০২৫, ১১:০৮ এএম অমিতাভের টিফিন বক্সে চিঠি পাঠাতেন জয়া

বলিউডে সাফল্য অর্জন করা সহজ নয়। এই রঙিন দুনিয়ায় টিকে থাকার জন্য যেমন কঠোর পরিশ্রমের প্রয়োজন, তেমনই প্রয়োজন ব্যক্তিগত জীবনে অনেক বড় ত্যাগের। দশকের পর দশক ধরে পরিশ্রমের পরেই একজন অভিনেতা সুপারস্টার বা ‘বিগ বি’-র মতো খেতাব অর্জন করেন। তবে এই দীর্ঘ যাত্রায় ব্যক্তিগত জীবন প্রায়শই চাপা পড়ে যায় কাজের ভারে। 
একটা সময় এমন এসেছিল, যখন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও একাকীত্বে ভুগছিলেন। তার হাতে এত কাজ ছিল যে, পরিবারের জন্য সামান্য সময়ও ছিল না। সেই কঠিন সময়েই অমিতাভ বচ্চনের সঙ্গে পরিবারের যোগাযোগ রক্ষা করতে এক অনন্য পদ্ধতি অবলম্বন করেছিলেন তার স্ত্রী জয়া বচ্চন। 
তখন তো আর মোবাইল ফোন ছিল না, ফলে কাজের সেট থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ছিল বেশ কঠিন। কাজের চাপে ক্রমশ নিজেকে একা মনে করতে শুরু করেছিলেন অমিতাভ।
আর ঠিক তখনই, স্বামীর মন ভালো রাখতে ও যোগাযোগ অটুট রাখতে জয়া বচ্চন শুরু করেন এক চমৎকার অভ্যাস। তিনি প্রতিদিন অমিতাভের টিফিন বক্সে খাবারের সঙ্গে ছোট ছোট চিঠি বা নোট পাঠাতেন। এই নোটগুলোতে কখনও লেখা থাকত স্বামীর প্রতি ভালোবাসা ও আবেগমাখা বার্তা ‘তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।’ 
আবার কখনও তাতে থাকত গুরুত্বপূর্ণ পারিবারিক খবর ‘অভিষেকের শরীর ভালো না,’ অথবা ‘অমিতাভ ও জয়াকে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে।’ এই ছোট ছোট চিঠিগুলোই সে সময় অমিতাভ বচ্চনের কাছে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার এক বিশেষ মাধ্যম হয়ে উঠেছিল। 
কাজের ব্যস্ততার মধ্যেও এই নোটগুলো তাকে জয়া বচ্চন এবং তার পরিবারের সঙ্গে এক গভীর বন্ধনে আবদ্ধ থাকতে সাহায্য করেছিল। অমিতাভ বচ্চনের জীবনে প্রেমের গল্প নিয়ে আলোচনা দীর্ঘদিনের। রেখার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত জয়া বচ্চনকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।

Side banner