Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

আজীবন সম্মাননায় অস্কার জিতলেন টম ক্রুজ 


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ১৮, ২০২৫, ১২:২৬ পিএম আজীবন সম্মাননায় অস্কার জিতলেন টম ক্রুজ 

হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় তারকা টম ক্রুজ। প্রায় তিন দশক ধরে যিনি ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেই ‘লাস্ট গ্রেট মুভি স্টার’-এর ঝুলিতে অবশেষে যুক্ত হলো তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। 
চারবার অস্কারের জন্য মনোনীত হয়েও প্রতিযোগিতামূলক ট্রফি অধরা ছিল তার কাছে। তবে এবার সেই আক্ষেপ ঘুচলো। ৬৩ বছর বয়সী এই তারকা সম্প্রতি গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেছেন।
এটিকে সম্মানসূচক ‘গোল্ডেন বাল্ডি’ (অস্কার ট্রফির একটি অনানুষ্ঠানিক নাম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু  তার হাতে এই পুরস্কার তুলে দেন।
টম ক্রুজের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ইনারিতু বলেন, ‘এটি হয়তো তার প্রথম অস্কার, কিন্তু আমি যা দেখেছি ও অনুভব করেছি, এটি শেষ হবে না।’
দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক অস্কার অধরা থাকলেও, একাধিকবার মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা। তিনি অভিনেতা হিসেবে তিনবার মনোনীত হন- ১৯৮৯ সালের ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ১৯৯৬ সালের ‘জেরি ম্যাগুয়্যার’ এবং ১৯৯৯ সালের ‘ম্যাগনোলিয়া’ চলচ্চিত্রের জন্য। 
সবশেষ, ২০২২ সালের ব্লকবাস্টার হিট ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবেও তিনি মনোনয়ন পেয়েছিলেন। এবার সম্মানসূচক ট্রফি জয়ের মাধ্যমে তিনি হলিউডের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কারের অধিকারী হলেন।

Side banner