দুই মাস আগে লিথুয়ানিয়ার মাঠে প্রবল চাপের মুখে পড়েও পাঁচ গোলের থ্রিলার জিতেছিল নেদারল্যান্ডস। আমস্টারডামে তাদের পাত্তাই দিলো না ডাচরা। সোমবার লিথুনিয়াকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে রোনাল্ড কোমানের দল।
বিশ্বকাপ নিশ্চিত করতে এক পয়েন্ট পেলেই হতো। তবে তারা জয়ের জন্য খেলেছে। ১৬তম মিনিটে বল পেয়ে বক্সে বাড়ান ফ্রেংকি ডি ইয়াং। ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিজানি রেইডার্স।
ম্যানসিটির এই মিডফিল্ডার আধঘণ্টার মাথায় দ্বিতীয় গোল পেতে পারতেন। কিন্তু তার শট লাগে পোস্টে।
বিরতির পর চার মিনিটের মধ্যে তিন গোল করে নেদারল্যান্ডস জয় সুনিশ্চিত করে। ৫৮ মিনিটে বক্সের ভেতরে প্রতিপক্ষের হ্যান্ডবলে পেনাল্টি থেকে কডি গাকপো ২-০ করেন।
৬০তম মিনিটে গাকপোর পাসে জোরালো শটে লক্ষ্যভেদ করেন জাভি সিমন্স। পরের মিনিটে পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে চতুর্থ গোলটি করেন দোনিয়েল মালেন।
গ্রুপের আরেক ম্যাচে মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে পোল্যান্ড। ৮ ম্যাচে ২০ পয়েন্ট ডাচদের। আর পোলিশরা পেয়েছে ১৭ পয়েন্ট।
বাদ পড়েছে ফিনল্যান্ড (১০), মাল্টা (৫) ও লিথুয়ানিয়া (৩)।








































আপনার মতামত লিখুন :