Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভে জামায়াতের ঘোষণা

‘আওয়ামী ফ্যাসিবাদের আস্তানা বাঞ্ছারামপুরে টিকবে না’


দৈনিক পরিবার | সোহাইল আহমেদ নভেম্বর ১৩, ২০২৫, ০৮:৩৯ পিএম ‘আওয়ামী ফ্যাসিবাদের আস্তানা বাঞ্ছারামপুরে টিকবে না’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও অবৈধ লকডাউনের প্রতিবাদে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমীর কাজী মো. আবুল বাশারের নেতৃত্বে মিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন। পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আস্তানা বাঞ্ছারামপুরে টিকবে না।
সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন সাদী, সাবেক পৌর সভাপতি মাসউদুর রহমান, পৌরসভা মেয়র প্রার্থী নুরে আলম, উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী লিটন, মো. আবু কাউছারসহ স্থানীয় নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে অধ্যাপক দেওয়ান নকিবুল হুদার পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক জনসংযোগ করা হয়।

Side banner