Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

ধর্ষণ মামলার পলাতক মামুন র‌্যাবের জালে


দৈনিক পরিবার | তিমির বনিক নভেম্বর ১৮, ২০২৫, ০১:০২ পিএম ধর্ষণ মামলার পলাতক মামুন র‌্যাবের জালে

হবিগঞ্জের আজমেরীগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো. মামুন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন। ঘটনাটির সর্বশেষ ধাপে গত ৭ই নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মামুন মিয়া। ঘটনার পর ভিকটিম বিষয়টি তার বাবাকে জানালে তিনি ১৬ নভেম্বর রবিবার হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানায় মামলা (নং ০৬) দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত আত্মগোপন করলে তাকে ধরতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।
গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩ (হবিগঞ্জ) এবং সিপিসি-২ (মৌলভীবাজার) এর একটি যৌথ আভিযানিক দল রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য আজমেরীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার’কে. এম. শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।

Side banner