নবান্ন উৎসব উপলক্ষে বগুড়া সোনাতলায় মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ই নভেম্বর মঙ্গলবার সকাল থেকে গ্রামবাসি তথা আশপাশ এলাকার লোকজনের আয়োজনে পৌরসভার কানুপুর মিস্ত্রি পাড়ায় ৩দিন ব্যাপী এমেলা বসেছে।
মেলার আয়োজক সাবেক কাউন্সিলর জাফর ইকবাল চপল, বিএনপি নেতা আনিছুর রহমান, হিন্দু নেতৃবৃন্দ রাধিকা সুত্রধর, উত্তম সুত্রধর, উজ্জল সুত্রধর প্রতিবেদক কে বলেন, ৪বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয়রা জানান গ্রামবাংলার এক অনন্য আয়োজন নবান্ন উৎসব। তাদের মতে নবান্ন শব্দের অর্থ “নতুন অন্ন” বা “নব অন্ন”। ফলে কৃষকেরা আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের সাথে ফলমুল মিশিয়ে সবাই একত্রে বসে খাওয়া এবং বিভিন্ন তরকারী সাথে মাছের তৈরি সুস্বাদ প্রথম রান্না করে সম্মিলিতভাবে বসে খাওয়াই হলো নবান্ন।
মাছ বিক্রেতারা জানান, এবছর রুই, কাতলা সহ বিভিন্ন ধরনের মাছ বিক্রির উদ্দেশ্যে এনেছি। ক্রেতাদের উপস্থিতি ব্যপক বেচাকেনাও প্রচন্ড চলছে। প্রতি কেজি রুই মাছ ৩শ ৫০টাকা এবং ধরন ভেদে ৪শ ৫০টাকা পর্যন্ত বিক্রি করছি।
তারা আরো বলেন, এবার ২কেজি থেকে শুরু হয়ে ২০কেজি ওজনের মাছ বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে।
শরিফুল ইসলাম নামের একজন ক্রেতা জানালেন ৫কেজি ওজনের রুই মাছ কিনেছি ২হাজার টাকায়।
ইসমাইল হোসেন সিরাজী জানালেন, ৮কেজি ওজনের ব্রিগেড মাছ ৩হাজার ২শ টাকায় কিনে নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে। এমেলায় মিষ্টির দোকান বসেছে, বিনোদনের জন্য নাগর দোলা, চরকি, শিশুদের খেলনার দোকান সহ হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। তবে লক্ষ্য করা গেছে প্রতিটি দোকানেই ক্রেতা বিক্রেতায় চলছে জমজমাট বেচাকেনা।








































আপনার মতামত লিখুন :