খুলনার পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, সহকারী অধ্যাপক গাজী নূর মোহাম্মদ, প্রভাষক আবু সাঈদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, এনসিপি নেতা আসিফ সরদার ও সিএ আব্দুল বারী।
সভায় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে তারুণ্যের উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা, যুব সমাবেশ, ফ্রী মেডিকেল ক্যাম্প, পিঠা উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি আয়োজন সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।








































আপনার মতামত লিখুন :