Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

শাকিল খানের মেয়ের পছন্দের নায়ক তার বাবা


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৫, ০২:৪৯ পিএম শাকিল খানের মেয়ের পছন্দের নায়ক তার বাবা

চিত্রনায়ক শাকিল খানের মেয়ের পছন্দের নায়ক তার বাবা- এমনটাই জানাল কন্যা সামিকা শাকিল। সামিকা একটি ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২৫’ এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন একসময়ের জনপ্রিয় এ নায়ক। অনুষ্ঠানের মাঝে চিত্রশালা মিলনায়তনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তাঁর সঙ্গে কন্যা সামিকাও ছিল। 
সাংবাদিকরা এক সময় মেয়ে সামিকার কাছে জানতে চান, বাংলা চলচ্চিত্র দেখে কি না। সামিকা জানায়, দেখে। জানতে চায়, বাংলা চলচ্চিত্রের পছন্দের নায়ক কে? 
তখন সে জানায়- একমাত্র পছন্দের নায়ক বাবা।
এ বিষয়ে বুধবার দুপুরে শাকিল খান বলেন, আমার মেয়ে বাবা অন্তপ্রাণ। তার রিল লাইফ রিয়েল লাইফের হিরো একমাত্র বাবা। যদিও খুব বেশি সিনেমা দেখে না সামিকা, কিন্তু তার মোবাইলে আমার বেশ কিছু সিনেমার গানের ভিডিও আছে। সেসব সে অবসর সময়ে দেখে। আমাকে নিয়ে সিনেমার বিষয়ে নানা কথাও জিজ্ঞেস করে। 
শাকিল খান-শারমিন দম্পতির ঘরে দুই সন্তান বড় ছেলের নাম সাদমান শাকিল ও ছোট মেয়ের নাম সামিকা শাকিল।

Side banner