Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন 


দৈনিক পরিবার | সাজেদুল ইসলাম নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৪৬ পিএম ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন 

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫’ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ রাজিব হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. স্বপন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ খাতে দেশ আরও সমৃদ্ধ হবে। স্থানীয় পর্যায়ের পশুপালকদের উৎসাহিত করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিন প্রদর্শনীতে নানা ধরনের পশুপাখি, খাদ্য, দুগ্ধজাত পণ্য, উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি সারাদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

Side banner