Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম নভেম্বর ২৬, ২০২৫, ০৩:২৫ পিএম গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আইমান আলী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইমান একই গ্রামের বশির মীরের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির সামনে খেলতে বের হয় আইমান। পরে পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীরা একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার বলেন, তিন বছর বয়সী শিশু আইমানকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই।
ধানখোলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, পানিতে ভাসতে দেখা মাত্র স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো সম্ভব হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

Side banner