Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

পানছড়িতে বিজিবি কর্তৃক বিবিধ সমগ্রী বিতরণ


দৈনিক পরিবার | মো. চাঁন মিয়া  নভেম্বর ২৪, ২০২৫, ০১:০৫ পিএম পানছড়িতে বিজিবি কর্তৃক বিবিধ সমগ্রী বিতরণ

পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর-২০২৫ খ্রিষ্টাব্দ  হতে ২৭ নভেম্বর-২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডারের পরিকল্পনায় লোগাং জোন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিবিধ সামগ্রী বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 
উক্ত পরিকল্পনার অংশ হিসেবে রবিবার (২৩ নভেম্বর) লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ হাতিমারা এলাকার ২০ জন দুঃস্থ, গরীব ও অসহায় কৃষকের মাঝে ২০ টি স্প্রে মেশিন এবং ২০ জন গরীব কৃষকের মাঝে সার ও ধানের বীজ (সার ১০ কেজি এবং ধানের বীজ ২ কেজি করে) বিতরণ করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম। উল্লেখ্য, উক্ত সার ও ধানের বীজ প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।
এ ছাড়াও ২৪ থেকে ২৭ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত প্রত্যেহ ১১ জন দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারকে ১৩ বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ৮ জন মহিলাকে ৮টি সেলাই মেশিন, ১ জন দুঃস্থ, গরীব ও অসহায় পরিবারকে ১টি সৌর বিদ্যুৎ, ১ জন দুস্থ, গরীব ও অসহায় পরিবারকে ১টি নলকূপ, ২ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ২ সেট বই, ১০০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে ১০০ টি স্কুল ব্যাগ ও ১০০ টি খাতা, ১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ টি ফুটবল, ৪ জন গরীব এবং অসুস্থ রোগীর মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, ৪ জন দুঃস্থ, গরীব ও অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করবেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম।

Side banner