ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সব ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। এবার ভক্ত অনুসারীদের মধ্যে শেয়ার করে নিলেন হলুদ শাড়ির বাহারে। এবারেও রঙিন শাড়িতে ধরা দিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট নেটিজেনদের মনে আরও একবার জায়গা করে নিলেন জয়া আহসান। ফ্যাশনে অনন্য এক সৌন্দর্যের রূপ দেখা যায় অভিনেত্রীকে।
সম্প্রতি দেখা যায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে হলুদ রাঙা শাড়িতে হাস্যোজ্জ্বল অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রণ। শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকেন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও সমানভাবে প্রশংসিত অভিনেত্রী। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনাতেও বারবার নিজেকে সেরা প্রমাণ করেছেন জয়া আহসান। তার শাড়িপ্রেম এবারই নতুন নয়। এর আগেও কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। তবে ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা ক্যাজুয়াল লুক— সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখে চলেছেন এ অভিনেত্রী।
জয়া আহসান যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। এক নেটিজেন সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর দ্যুতি দেখে!
তিনি বলেন, সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন। আরেক নেটিজেন লিখেছেন রঙিন শাড়িতে রূপের মায়া। আবার কেউ ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন মুগ্ধতা।
আপনার মতামত লিখুন :