খুলনার পাইকগাছায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং উন্নয়ন সংস্থা নবলোক এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশ প্রতিনিধি সুমন সাহা। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, শেখ খোরশেদুজ্জামান, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, প্রোগ্রাম অফিসার কাজী ফারহানা আফরোজ, ফাইনান্স ও এডমিন অফিসার পবিত্র মন্ডল ও রেহেনা পারভিন।
কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :