Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সোনাতলায় মামলার আসামি গ্রেফতারের দাবি


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার অক্টোবর ২১, ২০২৫, ০৭:৫৭ পিএম সোনাতলায় মামলার আসামি গ্রেফতারের দাবি

বগুড়া সোনাতলায় মামলার আসামি ধরতে গড়িমসির অভিযোগ এনে পুলিশের এসআই জাহাঙ্গীর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলার আসামি গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। 
মঙ্গলবার সকালে সোনাতলা প্রেসক্লাবে মামলার বাদি উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ সংলগ্ন শিহিপুর (মধ্যপাড়া)র আঞ্জুয়ারা বেগম লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ছেলে আলমের সাথে একই গ্রামের লাবু মিয়া ও মিরাজুল এর সাথে ধারের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গত ১৪ই জুলাই ইউপি সদস্য লাকীর বাড়িতে সালিশ শেষে রাত ১টায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আলম। পথিমধ্যে উৎপেতে থাকা মিরাজুল, লাবু, বেলাল, মুকুল, আরমান, রানা, মোহিত সহ আরো ৩/৪জন মিলে আমার ছেলে আলমের উপর আক্রমণ করে মারধর সহ ছুরিকাঘাত করে, এতে আলম রক্তাক্ত জখম হয়। 
খবর পেয়ে তাকে প্রথমে কলেজ এলাকায় ডক্টর ক্লিনিকে নেয়। অবস্থা বেগতিক হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি আমার ছেলে আলমকে। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত ৭জনের নামে থানায় মামলা করি। মামলা দায়ের এর পর আসামি মুকুল ও মোহিতকে গ্রেফতার করে পুলিশ। অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেফতার করছে না তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর। তবে বাদির অভিযোগ গ্রেফতারকৃত আসামিদের নাকি তারাই ধরিয়ে দিয়েছে। 
এদিকে আদালত থেকে জামিনে আসা মুকুল ও মোহিত মামলা তুলে নিতে বাদির পরিবারের লোকজনকে প্রতিনিয়তই হুমকি দিচ্ছে। মামলার বাদি আঞ্জুয়ারা আক্ষেপ করে বলেন, অন্যান্য আসামিদের ধরার কথা বললে কর্ণপাত করছে না পুলিশের এসআই জাহাঙ্গীর। 
বাদি আঞ্জুয়ারা আরো বলেন, এসআই জাহাঙ্গীর এর এহেন আচরণে আমরা উদ্বিগ্ন ও শঙ্কায় রয়েছি। তিনি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাত এর কারণে আইনগত ব্যবস্থা সহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবি জানান সংবাদ সম্মেলন থেকে।

Side banner