Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবা চালুর দাবিতে মানববন্ধন


দৈনিক পরিবার | আরিফ তৌহীদ অক্টোবর ২১, ২০২৫, ০৬:৫৫ পিএম পাথরঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি সেবা চালুর দাবিতে মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও স্টাফ সংকট নিরসন, ব্যবস্থাপনার উন্নয়ন এবং সরকারি পর্যায়ে পূর্ণাঙ্গ চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা সেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাথরঘাটা গোলচত্বরে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘স্বাস্থ্য সুবিধা বঞ্চিত পাথরঘাটা’। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে আরো  উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাথরঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন, বিএনপি নেতা মহিউদ্দিন এসমে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি কেএম হাসিবুল্লাহ্, ইসলামী ছাত্র শিবির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি রাকিব হাসান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মজিবুর রহমান কালু, সমাজকর্মী মেহেদী শিকদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বরগুনা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল নেই। ফলে প্রতিদিন শত শত রোগীকে চিকিৎসাসেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় বা দূরবর্তী জেলা হাসপাতালে যেতে হয়।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদে ৩১ জন,নার্স পদে ৩৫ জন,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে ৯০ জন,এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ৫ জন জনবল প্রয়োজন বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এক্স-রে, প্যাথলজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে, যা সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।
বক্তারা দ্রুত পদায়ন, যন্ত্রপাতি হালনাগাদ ও জরুরি সেবা চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Side banner