Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
জমির মিউটেশন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে

ঝিকরগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | রাফিউল ইসলাম  অক্টোবর ২১, ২০২৫, ০৮:৩১ পিএম ঝিকরগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় জমির মিউটেশন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে দলিল লেখক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও অনলাইনে আবেদনকারী কম্পিউটার অপারেটরদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি)’র আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। 
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল হাসান, জেলা রেজিস্ট্রার মোঃ আবু তালেব।  
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাভিদ সারওয়ার, সাবরেজিস্টার মোঃ শাহিন আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, বিআরডিবি অফিসার মোঃ শাহ্ আলন, আইসিটি অফিসার মোঃ অহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, পিআইও জালাল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি আকবার আলী, সাধারণ সম্পাদক আবুল কাশেম।
পরে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম নতুন উপজেলা কমপ্লেক্স ভবন, নবনির্মিত উপজেলা চেয়ারম্যানের বাসভবন, নবনির্মিত উপজেলা প্রশাসন স্কুলের ভবন, নবনির্মিত উপজেলা পরিষদ ওয়াকওয়ে ও নবনির্মিত উপজেলা পরিষদের পাবলিক টয়লেটের উদ্বোধন করেন। 

Side banner