Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

লোহাগাড়ায় নির্মাণ শ্রমিকের মৃত্যু


দৈনিক পরিবার | মো. মিজান  অক্টোবর ২১, ২০২৫, ০৭:০০ পিএম লোহাগাড়ায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন একটি ভবনে ৪ তলায় ঢালাকৃত ছাদের একটি অংশ খুলতে গিয়ে মুহুর্তেই ভেঙ্গে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়ন এর রশিদার পাড়া এলাকায়। 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দিনমজুর হেলাল উদ্দিন সকালে ভবনের ৪তলায় কাজ করছিলেন। এসময় অসাবধানবশত ঢালাকৃত ছাদের একটি অংশ খুলতে গিয়ে ভেঙ্গে পড়ে মারা যায়। এসময়ে তারা দ্রুত ফায়ার সার্ভিস ও থানা প্রশাসনকে খবর দিলে তারা ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। 
নিহত হেলাল উদ্দিন (৩৫) টেকনাফের নীলা পশ্চিম সিকদার পাড়ার ৪নং ওয়ার্ড বাসিন্দা মোঃ কামাল উদ্দিন এর ১ম পুত্র। হেলাল উদ্দিনের ২ ছেলে ১ মেয়ে রয়েছে বলে নিশ্চিত করেছে তার নিকটতম আত্মীয়। 
লোহাগাড়া ফায়ার স্টেশন অফিসার মো. আজাদুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। পরে লাশ ফায়ার টিমের সাহায্যে লাশটা উদ্ধার করে প্রয়োজনীয় তথ্যসহ আমরা থানা প্রশাসনের কাছে হস্তান্তর করি। 
থানা সূত্রে জানা যায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Side banner