Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

লালমনিরহাটে তথ্য অধিকার আইন বিষয়ে ক্যাম্পেইন


দৈনিক পরিবার | মো. মাসুদ রানা রাশেদ অক্টোবর ২১, ২০২৫, ০৮:২৩ পিএম লালমনিরহাটে তথ্য অধিকার আইন বিষয়ে ক্যাম্পেইন

লালমনিরহাটে “তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এই স্লোগান নিয়ে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইব)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, রাওয়ানা মার্জিয়া, সদস্য স্বাপ্না জামান, আশিক ইকবাল মিলন, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির অধীনে প্রায় শতাধিক শিক্ষার্থী তথ্য অধিকার আইন কি, তথ্য অধিকার আইনে আবেদন প্রক্রিয়া হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
পরে তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Side banner