আজ ১৯ অক্টোবর চিত্রনায়ক সোহেল চৌধুরীর জন্মদিন। ১৯৬৩ সালের আজকের এইদিনে ঢাকার বনানীতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
চিত্রনায়ক সোহেল চৌধুরীর বাবা তারেক আহমেদ চৌধুরী, মা নুরজাহান বেগম চৌধুরী।
১৯৮৪ সালে এফডিসি কর্তৃক আয়োজিত “নতুন মুখের সন্ধানে” হাজার হাজার ছেলে মেয়েদের সঙ্গে পরীক্ষা দেন তিনি। এরই মধ্যে ৩০ জনকে সিলেকশন করা হয়। সোহেল চৌধুরী তাদের মধ্যে একজন।
তার অভিনীত প্রথম ছবি “পর্বত“। ছবিটি পরিচালনা করেন এফ কবির চৌধুরী। ছবিটি মুক্তি পায় ১৯৮৬ সালে। তারপর একে একে প্রায় ৩৫টির মতো ছবিতে অভিনয় করেন। ১৯৮৬ সালে চিত্রনায়িকা দিতিকে বিয়ে করেন সোহেল চৌধুরী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। ১৯৮৭ সালে লামিয়া চৌধুরী এবং ১৯৮৯ সালে দীপ্ত চৌধুরী জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের দিকে সোহেল চৌধুরী এবং দিতির ডিভোর্স হয়।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানীর ১৭ নং রোডের আবেদন টাওয়ারে অবস্থিত ট্রাম্প ক্লাবের নীচে সন্ত্রাসীদের উপর্যুপুরি ব্রাশ ফায়ারে নিহত হন তিনি।
তার উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে রয়েছে পর্বত, ভাইবন্ধু, লক্ষীবধূ, জুলি, হীরামতি, অবরোধ, বীর বিক্রম, বিরহ ব্যথা, শান্তি, জিজ্ঞাসা, দাঙ্গা ফ্যাসাদ, লেডি স্মাগলার, বজ্রপাত, বীরযোদ্ধা, দুঃখ নেই, বাদশা ভাই, দোষী, লৌহ মানব, পরমা সুন্দরী, আজকের হাঙ্গামা, প্রেমের প্রতিদান, কোবরা, আমার ভালবাসা, লেডি ইন্সপেক্টর, প্রেমের দাবি, খুনের বদলা, চাঁদাবাজ, কালিয়া, মাটির দূর্গ, আতঙ্ক, মৃত্যুদণ্ড, রাজা গুণ্ডা, গ্যাং লিডার, মনের আগুন, চিরদিনের সাথী, হিংসার আগুন, পাপী শত্রু, প্রতিশোধের আগুন, প্রিয়শত্রু, নয়া তুফান, মহাযুদ্ধ, মহান বন্ধু।
আপনার মতামত লিখুন :