জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত রবিবার রাতে নাশকতা মামলার অজ্ঞাত আসামী ইউপি সদস্য ও কৃষকের নেতা কে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে গত রবিবার রাতে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলামকে পুলিশ বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে।
পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা ছাত্র-জনতার মিছিলে হামলা করে।
এই ঘটনায় ২০২৪ সালের ২ অক্টোবর কামরাবাদ গ্রামের বাসিন্দা রিক্সা চালক অলিল মিয়া বাদী হয়ে বাদি হয়ে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনির উদ্দিন কে প্রধান আসামি করে ৪৫ নেতাকর্মীকে এজাহার আসামী করে। এ মামলায় আরো ১০০ থেকে ১৫০ ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ মামলায় এই দুই নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে গ্রেফতার হওয়া কৃষক লীগ নেতা সেলিম রেজা ও সাতপোয়া ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য জহুরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, কৃষক লীগ নেতা ও ইউপি সদস্যকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








































আপনার মতামত লিখুন :